শিল্পী শ্রী সৌম্যজিত পাল একজন প্রতিশ্রুতিমান গায়ক ও সুরকার। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার পরাহনগরের বাসিন্দা।
ভক্তিরসে নামক গানের সি ডি নিয়ে তিনি
প্রথম ভক্তিগীতি জগতে আত্মপ্রকাশ করেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে।
তারপর "মা মাগো মা "সি ডি প্রকাশ পায় ২০১৫ সালে ।
তার কয়েক মাস পর বিখ্যাত শিল্পীদের সাথে আরও একটি সিডি প্রকাশিত হয়।
শিল্পীরা হলেন যথাক্রমে অম্রিত সিং অরোরা , কুমার শানু , বাবুল সুপ্রিয়সহ আরো অনেকে। "মাগো তোর ভূবনে এতো আলো"নামক সিডিতে।
সম্প্রতি তিনি নচিকেতা নিয়ে "সেই তো নচিকেতা" শিরোনামে একটি এলবাম বের করেন।
গানের কথা শান্তনু দে তিনি এক অনবদ্য সুর সৃষ্টি করেন। গানটি প্রকাশিত হয় আগুনপাখী ফ্যান ফোরাম থেকে।
নচিকেতা নিজেও শুনে খুব প্রশংসা করেছেন |এই গানটি শিল্পীকে অনেক অনেক জনপ্রিয়তা করেছে বলা যেতেই পারে । গানের কথা শান্তনু দে ও সুরকার শিল্পী নিজেই ।
শিল্পী শ্রী সৌম্যজিত পাল এখন নতুন গান নিয়ে ব্যস্ত আছেন। খুব শীগ্রই ভক্তদের চমক দেখাবেন।
EmoticonEmoticon