চার লাখ পার হলো জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান ও কনার "তোমার আলো গানটি।
গানটি সপ্নবাড়ি নামের একটি সিনেমার জন্য গেয়েছেন তারা।
কিছু দিন আগেই গানের রিকিক্যাল ভিডিও ইউটিউবে প্রকাশ হয় ইতিমধ্যেই গানটি ৪ লাখের অধিক শোনা হয়েছে।
গানটি লেখেছেন সোমেশ্বর অলি,সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গতবছর তাহসান ও কনার প্রথম গান ছিল ""ছিপ নৌকো" শ্রোতারা বেশ ভালভাবেই গ্রহন করে।
গানটি সম্পর্কে তাহসান বলেন,
গত বছর আমার প্রথম গান কনার সাথে গেয়েছি,
এ বছরও প্রথম গান তার সাথে গাওয়া হয়েছে।
ভিডিও:-
https://youtube.com/watch?v=id98rh9mexY
Tags:
বিনোদন