‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ

 


ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর আজ ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।

সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটিয়ে দর্শক হৃদয়ে অমোচনীয় ছাপ রেখেছিলেন।

তার অভিনয় দক্ষতা এতদূর বিস্তৃত যে মৃত্যুর বহু বছর পরও তার খ্যাতি আজও আকাশছোঁয়া। সালমান শাহ-পরবর্তী সময়ে ঢালিউডে যে নায়করা এসেছেন, তারা স্বীকার করেছেন যে সালমান শাহই তাদের প্রধান অনুপ্রেরণা ছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।
অভিনয়গুণে অভিষেকেই বাজিমাত করেন তিনি। এ সিনেমায় অভিনয় করে তিনি দর্শক হৃদয় জয় করেছিলেন।

দর্শক ও সিনেমাপ্রেমীদের মতে, নব্বইয়ের দশকে ঢালিউডে তিনি ছিলেন শ্রেষ্ঠ নায়ক। অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও অভিনয়ের জন্য তিনি ছিলেন অনন্য।

তার অভিনয়ের ছাপ আজও সবার মনে সমুজ্জ্বল। 

সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি ছিলেন কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর সন্তান। অভিনয়জীবন শুরু করেন ছোটপর্দা থেকে। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ছিল ‘আকাশছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’।

নবীনতর পূর্বতন