ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর আজ ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।
সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটিয়ে দর্শক হৃদয়ে অমোচনীয় ছাপ রেখেছিলেন।
দর্শক ও সিনেমাপ্রেমীদের মতে, নব্বইয়ের দশকে ঢালিউডে তিনি ছিলেন শ্রেষ্ঠ নায়ক। অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও অভিনয়ের জন্য তিনি ছিলেন অনন্য।
সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি ছিলেন কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর সন্তান। অভিনয়জীবন শুরু করেন ছোটপর্দা থেকে। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ছিল ‘আকাশছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’।
Tags:
চলচিত্র