বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও কন্ঠশিল্পী স্বপ্লীল সোহেল ১৪ই ফেব্রুয়ারী ভালবাসা দিবসে দর্শকদের সামনে হাজির হবেন তার নতুন
মিউজিক ভিডিও "স্বপ্নের হাত ধরে" নিয়ে।
শরিফ আল দীনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটির ভিডিও পরিচালনা করেন জনপ্রিয় নির্মাতা ও পরিচালক বিকাশ সাহা।
গানটি নিয়ে তারকানিউজ.কমের সাথে তার
সাক্ষাতকারটি নিম্নে তুলে ধরা হলো,
:কেমন আছেন?
:জী,ভাল।
:ভালবাসা দিবসে আপনার শ্রোতাদের কি উপহার দিবেন?
:ভালবাসা দিবসকে কেন্দ্র করে কোলকাতার জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সাথে একটি মিক্স এলবামে কাজ করছি।
সে এলবামের "স্বপ্নের হাত ধরে" শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও আশা করছি দর্শকদের উপহার দিতে পারবো।
:গানটি নিয়ে কিছু বলবেন কি ?
:আসলে "স্বপ্নের হাত ধরে" একটি সলো গান,গানটিতে আমি ও নবাগত সুপ্তি মডেল হয়েছি।
গানটির কাহীনি আমার নিজের লেখা।
:গানের শুটিং এর কোন মজার ঘটনা যদি শেয়ার করতেন,
:মজার বিষয় হচ্ছে এই গানের জন্য আমার ৭ কেজি ওজন
কমাতে হয়েছে। গানটি ভাল করার জন্য অনেক প্লানিং
করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, বিশেষ
করে মিউজিক ডিরেক্টর, মুশফিক লিটু ভাইকে অনেক পেরা
দিয়েছি, বিকাশ সাহা দাদা কেও অনেক খাটতে হয়েছে,
আশা করছি গানটি "আমার সব কিছুতে তুমি" গানের মতই এটিও
দর্শকদের ভাল লাগবে।
:ধন্যবাদ।
উল্লেখ্য, তার জনপ্রিয় গান "আমার সবকিছুতে তুমি অনেক জনপ্রিয়তা পায়।
Tags:
বিনোদন