বর্তমান টিভি সিরিয়ালে ব্যস্ততম মুখ নুসরাত জাহান পাপিয়া,যার অভিনয়ে আসা চট্রগ্রামের মডেল শো থেকে।
তবে তিনি,মহন খান পরিচালিত এটিএন বাংলার 'নীড় খুজে গাংচিল‘ সিরিয়ালের মধ্য দিয়ে প্রচুর দর্শক পরিচিতি পান।
সম্প্রতি,জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী তারকানিউজ.কম কে জানান,
বর্তমানে তিনি জিকু চোধুরী পরিচালিত 'পরী' এবং ওয়াজেদ আলী ভূইয়া পরিচালিত 'অজানা পথ' সিরিয়াল সহ ইফতেখার শুভ এর সিঙ্গেল নাটক 'থেওরি অব পলিটিকস ও সর্দার রোকন পরিচালিত 'বোধ' নাটকে কাজ করছেন।
এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
পরী' সিরিয়াল ও নাটক 'বোধ' নিয়ে পাপিয়া বলেন,
অনেক ভালো গল্প নিয়ে নাটক গুলো সাজানো হয়েছে,
আমার কাছে ভাল লেগেছে আশা করি দর্শকদেরও ভালো লাগবে।
তিনি আরো বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আরো নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি।
এছাড়াও তিনি দর্শকদের উদ্দ্যেশে বলেন, আপনারা সবাই বাংলদেশী টিভি চ্যানেল গুলো দেখুন এবং চ্যানেলগুলোর নাটক, ম্যাগা সিরিয়াল, সচেতন মূলক অনুষ্ঠান গুলো দেখুন। যাতে করে আমাদের দেশের শিল্পীরা উৎসাহ পায়।
Tags:
বিনোদন