ইউটিউবে মুক্তি পেল পাবেলের নতুন মিউজিক ভিডিও

ইউটিউবে মুক্তি পেল জনপ্রিয় কন্ঠশিল্পী পাবেলের নতুন মিউজিক ভিডিও "তুই ছাড়া" ।
গানটিতে মডেল হয়েছে জনপ্রিয় অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ ও হিরা।
গানটি প্রকাশ হওয়ার পর ইউটিউবে বেশ সাড়া ফেলে দিয়েছে।

পাবেল "শুধু তুমি" গান দিয়ে বেশ জনপ্রিয়তা পায়। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি।
সম্প্রিতি ঈগল মিউজিকের ব্যানারে "তুই ছাড়া" গানের ভিডিও  প্রকাশ করা হয়। 

গানটি বেশ ভালভাবেই নিয়েছে তার ভক্তরা। 

গানের ভিডিও লিঙ্ক:

https://m.youtube.com/watch?v=kpiCQgN_qFU

নবীনতর পূর্বতন