নতুন বছরের বেশ কিছু গান নিয়ে হাজির হতে যাচ্ছেন
ক্লোজআপ ওয়ান-১০ এর কন্ঠশিল্পী ওয়াসিম আকরাম (ওয়াসিম পাগলা)
যিনি "দু চাকার সাইকেল" শিরোনামের গান গিয়ে জনপ্রিয়তা পান।
সম্প্রতি বৃদ্ধাশ্রম শিরোনামে নতুন একটি গানের কাজ শেষ করেছেন তিনি।
গানটি লিখেছেন হাবিবুর রহমান,
সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই।
আগামী সাপ্তাহে গানের অডিও প্রকাশ করা হবে।
১৪ই ফেব্রুয়ারীতে একুশে মিডিয়ার ব্যানারে গানের ভিডিও প্রকাশ করা হবে বলে তারকানিউজ.কম কে জানান,গীতিকার ও নির্মাতা হাবিবুর রহমান।
গানটি নিয়ে বেশ আশাবাদী তারা।
Tags:
বিনোদন