চট্টগ্রামে নির্মিত হবে চলচ্চিত্র ‘চট্টলাএক্সপ্রেস’

                
প্রথমবারের বন্দরনগরী চট্টগ্রাম থেকে  নির্মিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলচ্চিত্র ‘চট্টলা এক্সপ্রেস’।
চট্টগ্রামের
অনলাইন মিডিয়া হাউজ চ্যানেল আরএ এর উদ্যোগে চলচ্চিত্রটি নির্মিত হবে। এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক
ফেরদৌস। প্রতিভা অন্বেষণের মাধ্যমে নায়িকা ও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বাছাই করা হবে। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্তিক নিদর্শন, ঐতিহ্যবাহী স্থান ও দর্শনীয় এলাকাগুলোতে চলচ্চিত্রটির শূটিং করা হবে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় বুধবার বিকালে হোটেল আগ্রাবাদের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত হয়। এতে
চলচ্চিত্রটির নির্মাণ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন চিত্রনায়ক ফেরদৌস।
ফেরদৌস বলেন, ‘ঢাকার বাইরে চলচ্চিত্র বানানোর জন্য চট্টগ্রামই উপযুক্ত। আমরা ভালো একটা কিছু করতে যাচ্ছি। এটি একটি অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র হবে। শিগগিরই মহরত করে চলচিত্রটির নির্মাণ কাজ শুরু করা হবে। সারা বাংলাদেশকে টার্গেট করে চলচ্চিত্রটি নির্মাণ করা হবে। এতে কিছু কিছু শিল্পী চট্টগ্রামের ভাষায় কথা বলবে। আমি নিজেও কয়েকটা
চট্টগ্রামের ভাষার লাইন শিখে নিবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, ‘চট্টলা এক্সপ্রেস’ একটি ফিচার ফিল্ম হবে। এর সঙ্গীত পরিচালনা করবে ইমন সাহা। চলচ্চিত্রটি আমরা সিনেমা হলেই রিলিজ
করবো। এটা যদি আমরা করতে পারি, তাহলে এটি একটি বড় ব্যাপার হবে চট্টগ্রামের জন্য। এর জন্য চট্টগ্রামের শিল্প উদ্যোক্তা ও সুধী সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আরএ এর চেয়ারম্যান শেখ খুরশীদ আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক
শেখ রায়হান আনোয়ার, চলচ্চিত্রটির গল্পকার ও চিত্রনাট্য পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক রফিকুল আনোয়ার রাশেল ও ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ ও মিডিয়া কো-অর্ডিনেটর দেবাশিষ
কান্তি বিশ্বাস।


নবীনতর পূর্বতন