ভালবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেল উদীয়মান কন্ঠশিল্পী ফয়সাল আহমেদের "বিষ্টি ভেজা" শিরোনামে নতুন একটি গান।
গানটি লিখেছেন শারণ সুর ও সঙ্গীয়োজন করেছেন সালমান জোবায়েদ।
গানটি নিয়ে গায়ক ফয়সাল আহমেদ তারকানিউজ.কম জানান,
অনেক যত্ন করে করা হয়েছে এই গানটি।
গানটির টিউন যখনি প্রথম শুনি
গানটার প্রেমে পরে যাই। আশা করি শ্রোতাদের ভাল লাগবে
তিনি আরো জানান,খুব শীগ্রই তার একটি সলো এলবাম বের হবে।
উল্লেখ্য, এর আগেও "মা তুমি মা" শিরোনামে একটি গান গেয়ে বেশ জনপ্রিয়তা পায়। "স্মিতির শহর" তার প্রকাশিক প্রথম গান।
গানটি ডাউনলোড লিঙ্ক:-
http://www.mediafire.com/file/uw0kqv3ac8sxrvt/1.Bristy-Veja_Salman+Jobyed+ft+Foysal+Ahmed.mp3
Tags:
বিনোদন