ভালবাসা দিবসকে কেন্দ্র করে কন্ঠশিল্পী শাহনাজ শান্তা "চলে যাবে বলেই" শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন।
"চলে যাবে বলেই" শিরোনামের এই গানটি কিছুটা দু:খ ও কিছুটা রোমান্টিক ঘরনার একটি গান।
গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও গীতিকার শফিক তুহিন। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেন তিনি বর্ণ চক্রবর্তী।
গানটির সঙ্গীতায়োজন করেন জে.কে মজলিস।
গানের অডিও রেকর্ডিং শেষ,ভিডিও নির্মানের কাজ চলছে।
আসছে ১৪ই ফেব্রুয়ারী গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিল্পী শাহনাজ শান্তা।
Tags:
বিনোদন