'গল্পের শহর' নিয়ে চার বছর পর বালাম


চার বছর পর অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী বালাম।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।
ভালোবাসা দিবস উপলক্ষে 'ভালোবাসার উৎসবে' আয়োজনে রবি ইয়োন্ডার প্রকাশ করছে বেশ কিছু অ্যালবাম ও গান। শিল্পীদের মধ্যে বালামসহ আরও কয়েকজনের একক বের হচ্ছে, আছে একক গানও। বালামের নতুন পূর্ণাঙ্গ অ্যালবামটির নাম 'গল্পের শহর'।

এ প্রসঙ্গে বালাম জানান, 'প্রতিটি অ্যালবামের পেছনে অনেক সাধনা জড়িয়ে থাকে।
গানগুলোর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম।
প্রায় চার বছর পর আমি অ্যালবাম প্রকাশ করছি। সত্যিই খুব ভালো লাগছে।'

অন্য শিল্পীর তালিকায় আছেন শফিক তুহিন, হৃদয় খান, তানজিব সারোয়ার, আহমেদ রাজীব, প্রমুখ। প্রকাশ হয়েছে ব্যন্ড শূন্যর 'শুধু আমার', রবি সেরা প্রতিভার অ্যালবাম 'প্রতিভার আলো' ও সিলভার লাইটস'র 'ব্যস্ত শহর'।

এ আয়োজনে রয়েছে হৃদয় খানের 'জানি না বুঝি না',  সুরাঞ্জলীর ব্যানারে মুন ফিচারিং মালার নতুন একক গান 'তোর মনেতে', শাকের রাজা ফিচারিং মালার একক গান 'কোন রঙে', ইউ ফ্যাক্টরের ব্যানারে আহমেদ রাজীব ফিচারিং 'পূর্ব-পশ্চিম', ডিজে একেএস ফিচারিং পারভেজেরর একক গান 'আজ আবার',
রিকস রেকর্ডসের ব্যানারে নেওয়াজ মাহতাবের একক গান 'ছোট কোনো গল্প', সিএমভির ব্যানারে কণার একক গান 'ইশারা'।


নবীনতর পূর্বতন