নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত লিজেন্ড অভিনেতা ও অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আলমগীর এবার চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করতে যাচ্ছেন ।
চলচ্চিত্রটির নাম “একটি সিনেমার গল্প” ।
চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় হচ্ছে, বাংলাদেশ থেকে আলমগীর হোসেনের প্রযোজনা প্রতিষ্ঠান "আইকন এন্টারটেইনমেন্ট” আর ভারত থেকে “এসকে মুভিজ” প্রযোজনা করবে ।
ভারতের প্রসেঞ্জিত ও বাংলাদেশের আরেফিন শুভ - সহ দুই দেশের অনেক শিল্পী কলাকুশলী এতে কাজ করবেন ।
আজ সকালে আলমগীর হোসেনের নিজ বাসায় আরেফিন শুভ কে সাইনিং করান ।
আর জাজ মাল্টিমিডিয়া - এই চলচ্চিত্রোটির তত্ত্বাবধান ও পরিবেশনার দায়িত্ব পালন করবে বলে কথা দিয়েছে।
রিপোর্টার-মোজাম্মেল খান
Tags:
বিনোদন