সম্প্রতি ইউটিউবে মুক্তি পেল সুপারহিট জুটি'র এক জীবন খ্যাত শহীদ ভাই ও শুভমিতা'র শ্রোতাপ্রিয় "নীল নীর্জন" শিরোনামে গানের মিউজিক ভিডিও।
গানের কথা লিখেছেন অধি সুর করেছেন কাজী শুভ ও সংগীতায়োজন করেন আরফিন রুমি।
গানটির ভিডিও নির্মাণ করেন মো: কনক,
গানটিতে মডেল :হয়েছেন আলভী মামুন ও মোহলমা মামুন।
গানটি আজ সিডি চয়সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়।
গানটি শহীদ জানায়, গানের অডিও মুক্তির পর থেকেই গানটি বেশ জনপ্রিয়তা পায়।
তাই আমরা সবার আগে এর মিউজিক ভিডিওটি নির্মাণ করার পরিকল্পনা করি।
উল্লেখ্য "নীল নীর্জন" গানটি তাদের নীল ছোয়া অ্যালবামের একটি গান।
Tags:
বিনোদন