সকালের আশা বিকেলেই নিভে গেল। রাজামৌলির বাহুবলি ২ তে থাকছেন না শাহরুখ খান।
বাহুবলির সিক্য়ুয়ালে ক্য়ামিও চরিত্রে শাহরুখের অভিনয়ের খবর নিতাতন্তই গুজব বলে জানিয়ে দেওয়া হলো বাহুবলি সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে। বলা হয় শাহরুখ খানের মতো অভিনেতা কাজ করুক এটা কে না চাইবে। তবে বাহুবলি ২তে শাহরুখের অভিনয়ের যে খবর রটেছে, ওটা রটনাই মাত্র যা সত্যি নয়।
টুইট করে একথা মঙ্গলবার বিকেলে টুইট করে একথা জানানো হয়।
স্বাভাবিকভাবেই এ খবরে হতাশ কিং খানের ভক্তরা। তবে বাহুবলি ১-এ কাহিনি অসমাপ্ত। তাই কাটাপ্পা কেন বাহুবলিকে মারল সেই উত্তর জানতে ’বাহুবলি ২’ নিয়ে দর্শকদের আগ্রহের সীমা নেই। তবে সে খবর জানতে দর্শকদের ২৮ এপ্রিল অবধি অপেক্ষা করতেই হচ্ছে।
Tags:
চলচিত্র