বাংলাদেশের নায়ক নিরব ও কলকাতার ছবির জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা প্রথম বারের মত জুটি বাঁধতে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার বিএফডিসিতে ‘হৃদয় জুড়ে’ ছবির নাম নিবন্ধন করা হয়েছে বলে জানান ছবির পরিচালক রফিক শিকদার।
ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।
আগামী ২৫ ফেব্রুয়ারি মহরতের মাধ্যমে ঢাকায় ছবির শুটিং শুরু হবে বলে পরিচালক জানান। টালিউডের নায়িকা প্রিয়াঙ্কা ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন। এরপর ‘কাগজের বউ’, ‘ন হন্যতে’, ‘ডামাডোল’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য,সম্প্রতি বলিউডের "শয়তান" ছবিতে ও কাজ শেষ করেছেন নিরব।
Tags:
বিনোদন