বছরজুড়ে বড়পর্দায় ফজলুর রহমান বাবু
বছরজুড়েই বড়পর্দায় নানা চরিত্রে ধরা দিবেন ফজলুর রহমান বাবু। ছোটপর্দায়ও তুমুল ব্যস্ত এ অভিনেতা। মার্চে মুক্তি পেতে যাচ্ছে তার দুটি চলচ্চিত্র। জানালেন তার বিস্তারিত।
বছরজুড়েই বড়পর্দায় নানা চরিত্রে ধরা দিবেন ফজলুর রহমান বাবু। ছোটপর্দায়ও তুমুল ব্যস্ত এ অভিনেতা। মার্চে মুক্তি পেতে যাচ্ছে তার দুটি চলচ্চিত্র। জানালেন তার বিস্তারিত।
আগামী ৩১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে প্রান্তিক
জনগোষ্ঠীর গল্পে নির্মিত চলচ্চিত্র ‘নূরু মিয়া ও বিউটি ড্রাইভার’। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। গত ২৪ জানুয়ারি কোনও কাঁটাছেড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি।
এখন চলছে মুক্তির প্রস্তুতি। চলচ্চিত্রটির মুক্তির দিন ঘোষণা উপলক্ষ্যে গতকাল বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক অনুষ্ঠানের
আয়োজন করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। এতে উপস্থিতছিলেন ছবির কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।
জনগোষ্ঠীর গল্পে নির্মিত চলচ্চিত্র ‘নূরু মিয়া ও বিউটি ড্রাইভার’। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। গত ২৪ জানুয়ারি কোনও কাঁটাছেড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি।
এখন চলছে মুক্তির প্রস্তুতি। চলচ্চিত্রটির মুক্তির দিন ঘোষণা উপলক্ষ্যে গতকাল বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক অনুষ্ঠানের
আয়োজন করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। এতে উপস্থিতছিলেন ছবির কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।
চলচ্চিত্রটিতে ভিক্ষুক চরিত্রে দেখা মিলবে বাবুর। মঙ্গলবার গ্লিটজের সঙ্গে আলাপ কালে বললেন, ‘খুব চমৎকার গল্পের চলচ্চিত্র এটি।
একজন বোহেমিয়ান ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছি। এধরণর চরিত্রে অভিনয় করতে গিয়ে ভালো লাগে এ জন্য যে,
অভিনয়ের সুযোগটা থাকে, মন দিয়ে অভিনয়টা করেছি। দর্শক খুব উপভোগ করবেন চলচ্চিত্রটি।’ এছাড়া আগামী ১০ মার্চ মুক্তি
পেতে যাচ্ছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’।
একজন বোহেমিয়ান ভিক্ষুকের চরিত্রে অভিনয় করেছি। এধরণর চরিত্রে অভিনয় করতে গিয়ে ভালো লাগে এ জন্য যে,
অভিনয়ের সুযোগটা থাকে, মন দিয়ে অভিনয়টা করেছি। দর্শক খুব উপভোগ করবেন চলচ্চিত্রটি।’ এছাড়া আগামী ১০ মার্চ মুক্তি
পেতে যাচ্ছে নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’।
বাবু জানালেন, বছরজুড়েই এমনই বেশ কিছু
নীরিক্ষাধর্মী চরিত্রে দেখা মিলবে তার।
চলতি বছর মুক্তি পাবে তার অভিনীত গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’সহ বেশ কয়েকটি
চলচ্চিত্র। এর মধ্যে তার অভিনীত প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রটির নির্মাণ কাজ চলছে বলে জানান এ জনপ্রিয়
অভিনেতা। ব্যস্ত আছেন বেশকিছু খণ্ড ও ধারাবাহিক নাটকেও।
নীরিক্ষাধর্মী চরিত্রে দেখা মিলবে তার।
চলতি বছর মুক্তি পাবে তার অভিনীত গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’সহ বেশ কয়েকটি
চলচ্চিত্র। এর মধ্যে তার অভিনীত প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রটির নির্মাণ কাজ চলছে বলে জানান এ জনপ্রিয়
অভিনেতা। ব্যস্ত আছেন বেশকিছু খণ্ড ও ধারাবাহিক নাটকেও।
Tags:
বিনোদন