মিউজিক ভিডিওটি প্রসঙ্গে কনা বলেন, ‘শুভব্রত সরকারের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নতুন কিছু দেবার প্রত্যয় নিয়েই সে কাজ করে বলে আমি মনে করি। দারুণ একটি কনসেপ্ট নিয়ে সে ‘চাঁদের কনা’ গানের মিউজিক ভিডিও নির্মান করেছে। গান ও মিউজিক ভিডিও দুটোই সবার ভালো লাগবে আশা করি। ’
শুভব্রত সরকার, ‘প্রায় পাঁচ বছর পর আবারো কণ্ঠশিল্পী কনার সঙ্গে কাজ করেছি। এর আগে আমার নিদের্শনায় তার ‘ধীম তা-না’, নীল পরী’,সহ কয়েকটি গানের মিউজিক ভিডিওর জন্য সবার কাছ থেকে সাড়া পেয়েছি। এই মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতা নতুনত্ব পাবে।
Tags:
সঙ্গীতাঙ্গন