সেরা মডেলের অ্যাওয়ার্ড পাচ্ছেন জনপ্রিয়
মডেল অভিনেত্রী সুজানা জাফর। অ্যাওয়ার্ডের নাম ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’।
সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে জমকালো এক
আয়োজনের মধ্য দিয়ে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেয়া হবে।
সুজানাকে
অ্যাওয়ার্ড দিচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘এসই’। জিনিয়াস অ্যাওয়ার্ডের
প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইয়াওর। তিনি বাংলাদেশি যুক্তরাজ্যের
পার্লামেন্টের সদস্য। এ অ্যাওয়ার্ড আয়োজনের বাংলাদেশের দায়িত্বে রয়েছেন
হেলেনা জাহাঙ্গীর হেলেন।
প্রতি বছর
অনেকগুলো ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ মানুষদের এই অ্যাওয়ার্ড প্রদান করা
হয়। এবার মোট ২০ জনকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। তারমধ্যে সেরা মডেল হিসেবে
সুজানাকে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। একযুগ ধরে শোবিজে কাজ করলেও প্রথমবারের
মতো কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন সুজানা।
তিনি
বলেন, ‘অ্যাওয়ার্ডে প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না। আর আমাদের চারপাশে
যারা অ্যাওয়ার্ড পান তারা অধিকাংশই সঠিক ক্ষেত্রে পান না। কিন্তু আমার কাজ
দেখে যারা আমাকে যোগ্য মনে করে সেরা মডেলের অ্যাওয়ার্ডটি দিচ্ছেন তাদের
কাছে আমি কৃতজ্ঞ।’
Tags:
বিনোদন