ঢাকাই ছবির অন্যতম সফল জুটি শাকিব খান এবং
অপু বিশ্বাস। বর্তমানে তারা বাস্তব জীবনেরও জুটি। নতুন খবর হলো আসছে ঈদে এ
জুটি অভিনীত একটি ছবি। নাম ‘রাজনীতি’। সোমবার ফেসবুক পেজে অপু বিশ্বাস
নিজেই জানিয়েছেন এ কথা।
‘রাজনীতি’
সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। সিনেমাটি ইতিমধ্যে সেন্সর
বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে
প্রযোজনা প্রতিষ্ঠান।
নিজের
ভেরিফাইড ফেসবুক পেজে অপু বিশ্বাস লিখেছেন, ‘রাজনীতি’ সিনেমাটি বিনা কর্তনে
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বিভিন্ন কারণে সিনেমাটি গত ঈদে মুক্তি
দিতে পারিনি। তাই বিগ বাজেটের এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেয়ার
পরিকল্পনা করেছি। বর্তমানে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।
ছবিতে
শাকিব-অপু ছাড়াও আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু,
অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ অভিনয়
করেছেন। বছর খানেক সিনেমা থেকে দূরে থাকা অপু বিশ্বাসের সাথে শাকিবের
সর্বশেষ ছবি ‘রাজনীতি’।
Tags:
চলচিত্র