সম্প্রতি ইউটিউবে মুক্তি পেল জনপ্রিয় সংগীত শিল্পী স্বপ্নীল সোহেল ও উপমার 'মন বলেছে' গানের মিউজিক ভিডিও।
সুরাঞ্জলীর ব্যানারে বৈশাখে রিলিজ হওয়া মন বলেছে এলবামের উপমা এবং স্বপ্নীল সোহেল এর গাওয়া টাইটেল গান মন বলেছে গানটির বিগ বাজেটের ভিডিও নির্মান করলেন। মুশফিক লিটুর সংগীতে কথা লিখেছেন, হানিফ মজুমদার, সুর করেছেন স্বপ্নীল সোহেল।
সিনেমাগ্রাফার ছিলেন রাজন হোসাইন, এডিট- সজিবুজ্জামান দিপু, কালার- বিখ্যাত কালারিস্ট আশিকুজ্জামান অপু, ডিরেক্টার- আল আমিন।
উল্লেখ্য, এর আগেও স্বপ্নীল সোহেলের দুটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছিল 'আমার সবকিছুতেই তুমি' এবং 'সপ্নের হাত ধরে' যা শ্রোতাদের কাছে দারুন প্রসংশিত হয়েছে ।
Tags:
সঙ্গীতাঙ্গন