ঈদে
আসছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাভারেজ আসলাম ইজ নট এ ব্যাচেলর’।
বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা
২৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।
নাটকে
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, তানিয়া আহমেদ, গোলাম
ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, রোবেনা রেজা জুই, কচি
খন্দকার, আরফান আহমেদ, মারজুক রাসেল, আ খ ম হাসান, নাদিয়া খানম, পরেশ
আচার্য, মুনিরা মিঠু, নাজমুল হুদা বাচ্চু, মাসুদ হারুন, জামিল প্রমুখ।
দেখা
যাবে, বাড়ির মানুষের চাপে পড়ে আসলাম মেয়ে দেখতে আর জায়গা-জমি ঝামেলা
মিটাতে মামা বাড়ি যায়। এ খবর শোনার পর পারিহা তার বোন মারিহাকে আসলামকে
ভালোবাসার ব্যাপারটা জানায়। আসলামের মামা বাড়িতে শুধু আসলামের মামা বুলেট
আর তার দেখাশোনার জন্য দূর সম্পর্কের আত্মীয় ফজলে ওরফে ফলো ফাজিল থাকে
Tags:
বিনোদন