দীর্ঘদিন গানের সাথে যুক্ত আছেন
কণ্ঠশিল্পী নয়ন খান। বাজারে তার একাধিক ব্যবসাসফল এলবাম রয়েছে। তারই
ধারাবাহিকতায় শ্রোতাপ্রিয় শিল্পী ‘দিন কাটেনা’ শিরোনামের একটি মিষ্টি
প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন। গানটি রচনা করেছেন নয়ন খান নিজেই। সুর সংগীত
পরিচালনা করেছেন সময়ের ব্যস্ত শিল্পী ও সংগীত পরিচালক এফ এ সুমন। সম্প্রতী
জি সিরিজের ব্যানারে গানটির একটি নয়নাভিরাম মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
পাশাপাশি নয়ন খানের ভক্ত শ্রোতারা গানটির
নিজস্ব উদ্যোগে তৈরী করা কিছু মিউজিক ভিডিও ইউটিউবে রিলিজ করেছে। গানটির
মাধ্যমে বর্তমানে নয়ন খান এক পরিচিত মুখে পরিনত হয়েছেন। সব কিছু মিলিয়ে
গানটির ব্যাপক সাড়া পাচ্ছেন নয়ন খান।
গানটি সম্পর্কে শিল্পী জানান, ‘আমার
স্বপ্নের মানুষ এফ এ সুমন ভাই। ভাইয়ের অগণিত ভক্তের মধ্যে আমিও তার
গানের-তার কাজের ভীষণ ভক্ত।আমার অনেক দিনের আশা ছিল ভাইয়ের সাথে একটি কাজ
করব। এই গানটির মাধ্যমে আমার সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটল। অনেক যতœ করে ভাই
আমার জন্য গানটি তৈরী করেছেন। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ এমন সুন্দর একটি গান
আমার মাধ্যমে শ্রোতাদের সামনে উপস্থাপন করার জন্য। শ্রোতারা এই গানের
মাধ্যমে আমাকে নতুন করে আবিষ্কার করবেন।’
গানটি সম্পর্কে এফ এ সুমন বলেন, ‘আমি সব
সময় নতুনদের জায়গা করে দেই। নতুন হলেও নয়ন খান অনেক ভাল গায়।আমার সুর
সংগীতে ‘দিন কাটেনা’ গানটি সে অনেক ভাল গেয়েছে, শ্রোতারাও তাকে অনেক ভাল
ভাগে গ্রহন করেছে। আমি নয়ন খানের সাফল্য কামনা করি।’
Tags:
সঙ্গীতাঙ্গন