মি: নুডলস তার ভক্তদের জন্য নিয়ে এলো বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আসিফ
মেহ্দীর লেখা বিভিন্ন ফ্লেভারের সায়েন্স ফিকশন! ভিন্ন ধাঁচের বিজ্ঞান
কল্পগল্পগুলো নোট আকারে প্রতি সপ্তাহে প্রকাশিত হচ্ছে মি: নুডলস-এর
অফিসিয়াল ফেসবুক পেজ-এ। আসিফ মেহ্দীর সায়েন্স ফিকশন মানেই ভিন্নতার ছোঁয়া।
তাঁর লেখা সায়েন্স ফিকশন গল্পগুলোতে রোবট, এলিয়েন, স্পেসশিপ নেই বললেই চলে;
বরং সেসব গল্পে আমাদের আশপাশের জীবন ও প্রকৃতির হাসি-কান্না, আনন্দ-বেদনা
ভিন্ন মাত্রায় উঠে আসে। এছাড়াও সাই-ফাই গল্পগুলোতে একদিকে যেমন বিজ্ঞানের
জটিল বিষয়গুলো সরলভাবে উঠে আসে; তেমনি ফুটে ওঠে দেশভাবনা, মানুষের জন্য
ভালোবাসা, প্রকৃতির জন্য সহমর্মিতা। গল্পের জীবনঘনিষ্ঠতা এবং লেখকের রম্য
ধাঁচের গল্প বলার ভঙ্গির কারণে তাঁর লেখা সায়েন্স ফিকশন বইগুলো সারাবছরই
থাকে বেস্ট সেলার বইয়ের তালিকায়। তো, আজই হয়ে যাক অল্পস্বল্প কল্পগল্প!
নিচের লিঙ্ক এ ক্লিক করে পড়ুন জনপ্রিয় সব গ্লপ https://goo.gl/wEiGby