নিজের নামে ওয়েবসাইট চালু করলেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব


নিজের নামে ওয়েবসাইট চালু করলেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। এখন থেকে এই ওয়েবসাইটে তার কাজের খোঁজ খবরসহ নানা কিছু জানা যাবে।

একইসঙ্গে NirabHossain.Com এই ঠিকানায় লগইন করে পাওয়া যাবে নিরব অভিনীত বিভিন্ন চলচ্চিত্র, গানের ভিডিও এবং কাজের যাবতীয় আপডেট।

সদ্য চালু হওয়া এই সাইটে এখন রয়েছে নিরবের উল্লেখযোগ্য কাজ এবং ক্যারিয়ারের প্রথমদিকের মডেলিংয়ের বিভিন্ন ছবি, বর্তমানে নির্মিতব্য ‘গেম রিটার্নস’ ছবির বিভিন্ন ছবি এবং ফুটেজ। এছাড়া তার সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি থাকছেও।

নিজের ওয়েবসাইট চালু প্রসঙ্গে  জনপ্রিয় এই নায়ক বলেন, আমার কাজগুলো এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। তাছাড়া যারা আমার সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই সাইট। এখন থেকে আমার সকল কাজের আপডেট এখানে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে দেখেছি গুগলে সার্চ করলে আমার সম্পর্কে অনেক ভুল তথ্য পাওয়া যায়। এতে অনেকে বিভ্রান্ত হন। তাই আমি চাচ্ছি সঠিক তথ্য উপস্থাপনের জন্য। নিজের বাড়ির মতো করে ওয়েব সাইটটাও গোছাচ্ছি।

নিরব বর্তমানে ব্যস্ত আছেন রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিটি নিয়ে। এছাড়া খুব শিগগির নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানান তিনি। বললেন, চমক হিসেবে থাক। কিছুদিনের মধ্যেই জাঁকজমকপূর্ণভাবে নতুন ছবির ঘোষণা দেব।
নবীনতর পূর্বতন