প্রিয়তমা নামক শিরোনামে মিউজিক ভিডিও টি নির্মান করা হয়েছে জানা গেছে এই ভিডিওটি কলের গান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এবং কয়েকটি টিভি চ্যানেলে দেখানো হবে।
প্রিয়তমা গানের কথা লিখেছেন শিল্পি স্ন্যাক আজাদ। গানটির সুর ও সংগীত করেছেন রাজেশ ঘোষ।গানটি নিয়ে স্ন্যাক আজাদ অনেক আশাবাদী।গানটি সম্পর্কে মডেল মিলন খান বলেন গানটি অসাধারন হয়েছে ,চিত্রায়নটাও অনেক সুন্দর হয়েছে।গানটির চিত্রায়নে ছিলেন জি স্বাধীন। সব মিলিয়ে অনেক ভাল একটা কাজ হয়েছে।
Tags:
বিনোদন