আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন


এজাহিকাফ আজীবন সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক সামাজিক আন্দোলনে অসামান্য অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে এ অভিনেতাকে।

দীর্ঘ সময় ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং ২২ অক্টোবরকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন ইলিয়াস কাঞ্চন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর ২২ অক্টোবরকে সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করেছেন।
এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনে বর্তমানে অনেকেই জড়িত। এ বছর থেকে সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এটা অত্যন্ত খুশির সংবাদ। নিরাপদ সড়ক হওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি এই আন্দোলন একদিন পুরোপুরিভাবে সফল হবে।’
এজাহিকাফ আজীবন সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। প্রধান বক্তা থাকবেন ইলিয়াস কাঞ্চন।
নবীনতর পূর্বতন