শর্টফিল্ম টির চিত্রগ্রহণে ছিলেন ইসমাইল হোসেন লিটন এবং মেকাপ ম্যান ফয়সাল মাহমুদ রিয়েল।

সম্প্রতি উত্তরার শুটিং হাউজ নীলাঞ্জনা এবং দিয়া বাড়িতে এর শুটিং শেষ হয়। পরিচালক আকাশ জানান,খুব শিগ্রই ইউটিউবে এটি মুক্তি পেতে যাচ্ছে। তিনি আরো জানান, সবাই অনেক পরিশ্রম করেছি সুন্দর ভাবে কাজ শেষ করার জন্যে। আশা করি শর্টফিল্মটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, এর আগেও বেশ কিছু শর্টফিল্ম ও মিউজিক ভিডিও নির্মাণ করেন তরুণ নির্মাতা শোয়েব আহমেদ আকাশ,
যা সবার বেশ প্রশংসা কুড়িয়েছে।

Tags:
বিনোদন