আজ শুক্রবার সারা দেশ ব্যাপি মুক্তি পায় নিরব, তমা মির্জা-লাবণ্য লি অভিনীত ত্রিভুজ প্রেমের সিনেমা ‘গেম রিটার্নস’। অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি পরিচলনা করেছেন রয়েল খান ও প্রযোজনা করেছে রোনিও মাল্টিমিডিয়া। রোনিও মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবি এর আগে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। গত ৫ ফেব্রুয়ারি ছবিটি সেন্সরবোর্ডে জমা দেয়া হয়।
এই দিকে আজ দুপুরে ফেইসবুকে কর্তৃপক্ষ নিরব হোসেন নামে খোলা তার ফ্যান ফেইজটি ভেরিফাইড করে দেয়। এতে করে নিরবের সকল ভক্ত সঠিক তথ্য পাবেন।
নিরবের ফেইসবুক ফ্যান পেইজের ঠিকানা www.facebook.com/NirabHossainOfficial
Tags:
বিনোদন