ভিন্ন আয়োজনের নির্মাণ করা তারকাবহুল সেলেব্রেটি শো ‘লাভ অ্যান্ড সরো’ অনুষ্ঠানের একটি পর্বের অতিথি হিসেবে আসেন সোহেল রানা । তিনি বলেন, ‘আমি জীবনে বহু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকেছি। প্রথমে ভেবেছিলাম গতানুগতিক হবে এটাও। কিন্তু শুটিং শেষ হওয়ার পর অন্যরকম লেগেছে |
চিত্রনায়ক নিরব বলেন, ‘একটা এনজয়েবল প্রোগ্রাম লাভ অ্যান্ড সরো। বেশ উপভোগ
করেছি অনুষ্ঠানটি।’ এই নায়কের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি
বলেন, ‘ভোলা তো যায় না’ ছবির পর নিরবের সঙ্গে প্রথমবার কোনো সেলেব্রেটি
শোতে অতিথি হয়ে এসেছি। খুব মজা লেগেছে অনুষ্ঠানটি।’
এটিএম শামসুজ্জামান বলেন, ‘এই অনুষ্ঠানে এসে এত ভালো লেগেছে যে মনে খুশীতে অনুষ্ঠানের মধ্যেই ব্যান্ডের সঙ্গে রক গান গেয়েছি।’
বিভিন্ন পর্বে অতিথি হিসেবে এসেছিলেন এটিএম শামসুজ্জামান, সোহেল রানা, গাজী
মাজহারুল আনোয়ার, দিঠি আনোয়ার, সুবর্ণা মুস্তাফা, সৌদ, তিশা, রিয়াজ,
পূর্ণিমা, মিম, ফেরদৌস, জায়েদ খান, পপি, ইমন, তানহা তাসনিয়া, অভি প্রমুখ।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আফতাব বিন তমিজ এবং টাইটেল স্পন্সর লাভেলো এবং নিবেদনে থাকছে মিনিস্টার ও লিজান। এ
তিন প্রতিষ্ঠানের কর্ণধার যথাক্রমে লাভেলোর এমডি একরামুজ্জামান, লিজানের
নাজমুল হক এবং মিনিস্টারের আবদুর রাজ্জাক; তারা একটি পর্বের অতিথি হিসেবে
থাকছেন বলে জানা গেছে। শিগগির এই অনুষ্ঠানটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।
Tags:
বিনোদন