তারকাদের
দিকে তাক করে জুতা ছোড়ার ঘটনা নতুন নয়। এবার যোগ হল আরেক তারকার নামও।
হায়দরাবাদে গয়নার দোকানের উদ্বোধনে গিয়ে হেনস্থা হতে হল ‘বাহুবলী’
অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।
সম্প্রতি
হায়দরাবাদে একটি গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন তামান্না। হঠাৎই তার
দিকে জুতা ছুড়েন এক ব্যক্তি। সৌভাগ্যবশত তা তামান্নার গায়ে লাগেনি। বরং
তার পাশে দাঁড়িয়ে থাকা গয়নার দোকানের এক কর্মীর গায়ে লাগে ঐ জুতা।
জিজ্ঞাসাবাদের
পর ওই ব্যক্তি জানিয়েছেন, সম্প্রতি একটি ছবিতে তামান্নার অভিনয় তার
একেবারেই ভাল লাগেনি। সে কারণেই তিনি এ কাজ করেন। গয়নার দোকানের যে কর্মীর
গায়ে জুতো লাগে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন
করিমউল্লা নামে বছর এক যুবককে জুতা ছোড়ার ঘটনায় গ্রেফতার করে ভারতীয় পুলিশ।
স্থানীয়
পুলিশ ভারতীয় মিডিয়াকে বলেন, ‘অভিনেত্রীর দিকে জুতো ছুড়েছিলেন ওই
ব্যক্তি। তবে টার্গেট মিস করায় দোকানের এক কর্মীর গায়ে লাগে। তাকে আটক করে
জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
Tags:
বিনোদন