প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বিরের নতুন গান ‘বিন্দাস’। এটি
লিখেছেন ইমদাদ সুমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির নিজেই।
গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক থেকে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতাদের বেশ সাড়া পেয়েছে।
গানটি প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, ‘নতুন বছর উপলক্ষে গানটি প্রকাশ
করেছি। গানটির কথা ও সুরের মধ্যে নতুনত্ব রয়েছে। এটিকে পার্টি সং বলা যায়।
আমি বরাবরই নতুনত্বে বিশ্বাসী।’
প্রসঙ্গত রাকিব মোসাব্বির বর্তমানে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের
জন্যও গান করছেন। এছাড়া স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানান।
EmoticonEmoticon