আসছে ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয়
সংগীতশিল্পী ইলিয়াছ হোসাইনের নতুন মিউজিক্যাল ফিল্ম "পলকে পলকে" বিগ
বাজেটের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন বাংলাদেশের স্বনামধন্য নাটক, টেলিফিল্ম ও
মিউজিক ভিডিও নির্মাতা মাইনুল হাসান খোকন এবং গানটিতে মডেল হিসেবে ছিলেন
চলচিএের জনপ্রিয় নায়ক আমান খান ও শ্রোতাপ্রিয় নায়িকা মৈামিতা।

সজীব শাহরিয়ারের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ময়মনসিংহের নয়নাভিরাম রির্সোট সিলভার ক্যাসল ও ময়মনসিংহের বিভিন্ন মনোরম লোকেশনে চিএায়িত হয় এই মিউজিক ভিডিওটি।
উল্লেখ্যঃ গত বছর ইলিয়াসের মুক্তি পাওয়া না বলা কথা-৪ গানটি সব মহলেই বেশ সুনাম কুড়িয়েছে। খুব শীগ্রই গানটির ভিউয়ার্স এক কোটির ঘরে পা রাখতে যাচ্ছে।
Tags:
সঙ্গীতাঙ্গন