শহরে এল নতুন মিশা দেখতে প্রায় মিশা সওদাগরের মত, এ যেন আরেক মিশা সওদাগর যাকে সবাই জুনিয়র মিশা বলেই ডাকে , খুব স্বপ্ন নায়ক হবে কিন্তু তার চেহারাটা বাংলা সিনেমার জনপ্রিয় ভিলেন মিশা সওদাগরের মত হওয়ায় তারও ইচ্ছে হলো জুনিয়র মিশা হয়ে অভিনয় অভিনয় করার।

জুনিয়র মিশার আসল নাম নয়ন খান ঢাকা কেরাণীগঞ্জের বাসিন্দা সে পেশা ব্যাবসা,, নেশা গান গাওয়া ও অভিনয় করা । এরই মধ্যে তার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে ভাইরাল হয়ে পড়ে। নয়নের স্বপ্ন সে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দিবে।
Tags:
বিনোদন