জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে মানুষ পাড়ি দেয় বহুদূর, কিন্তু বুকের মধ্যে বয়ে বেড়ায় তার ভাষা ও সংস্কৃতি। নিজের সংস্কৃতির প্রতি সেই ভালোবাসা থেকেই একদল বাঙালী হায়দ্রাবাদের বুকে গড়ে তুলেছিলেন ‘The Bengali Circle’ নামের একটি দল যাদের মূল উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতির চর্চা ।
তাদেরই উদ্যোগে হায়দ্রাবাদের অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান শিল্পরমম্ এ
অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী বঙ্গমেলা। যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে
মিলিত হয়েছেন বহু বাঙালী ।
নাচ, গান, নাটকের পাশাপাশি
রয়েছে রসনাতৃপ্তির আয়োজন। ২১শে জুলাই সন্ধ্যা ৬ টায় উলুধ্বনি ও ঢাকের তালে
বঙ্গমেলার শুভসূচনা হয় । দুদিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন
বহু শিল্পীরা। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা মেলাকে আরও প্রানবন্ত করে
তুলেছে।
কলকাতা থেকে এই মেলায় অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল সংগীত
শিল্পী সোমঋতা মল্লিক। তাঁর কন্ঠে “আমি বাংলায় গান গাই’ গানটি শ্রোতাদের
মুগ্ধ করে।
হায়দ্রাবাদে এরকম একটি মেলা করতে পেরে স্বভাবতঃ খুশী
আয়োজকরা। বড়োদের পাশাপাশি কচিকাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলা
সংস্কৃতির উত্তরাধিকার সম্পর্কে আমাদেরকে নিশ্চিন্ত করে।
Tags:
সঙ্গীতাঙ্গন