
বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ‘মাহমুদুন্নবী সংগীত নিকেতন’ নামে গানের স্কুল করার ঘোষণা দিয়েছেন সামিনা চৌধুরী। চলতি মাস থেকেই শুরু হবে স্কুলের কার্যক্রম। আপাতত নিজের বাসায় শুরু করলেও ভবিষ্যতে এটিকে আরো বড় আকারে করার পরিকল্পনা আছে।
সামিনা
চৌধুরী বলেন, ‘আধুনিক সঙ্গীত নিকেতন নামে বাবার একটা গানের স্কুল ছিল। আমি
নিজেও বাসায় গান শেখাই। তবে কোনো নাম নেই। বাবার সেই স্কুলের নামের সঙ্গে
মিল রেখেই নামটি দিয়েছি। বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এ উদ্যোগ।
অনেক বছর ধরে বিষয়টি ভাবলেও বাস্তবায়ন শুরু করেছি এবার। আমার কাছে আপাতত
চারজন শিক্ষার্থী গান শিখছে। তাদের এই নামের আওতায় নিয়ে আসব। সঙ্গে
নতুনদেরও ভর্তি করাব।’
তিনি
আরো বলেন, ‘ফলে বাবার নামটিও নতুন প্রজন্মের শিল্পীরা জানতে পারবে। তাঁর
সংগীতকর্ম সম্পর্কে ধারণা পাবে। আপাতত নিজেই শেখাব। পরিসর বেড়ে গেলে
ভবিষ্যতে হয়তো অন্য পরিকল্পনা করব।’
Tags:
সঙ্গীতাঙ্গন