
ছায়ানট কলকাতার আয়োজনে, রাজারহাটের নজরুলতীর্থে, ১লা জুন থেকে ৩রা
জুন অবধি অনুষ্ঠিত হলো নজরুল মেলা ২০১৮ |অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোমঋতা
মল্লিক | দুই বাংলার দুই শতাধিকেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেছেন এই মেলাতে |
প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল দুশো কণ্ঠে 'বিদ্রোহী' কবিতাপাঠের মাধ্যমে
মেলার শুভ উদ্বোধন |
এছাড়াও, কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হলো 'ইতি নজরুল' অডিও-অ্যালবামটি, যেখানে দুই বাংলার ৪১ জন শিল্পী পাঠ করেছেন কাজী নজরুল ইসলামের ৫৭টি পত্র | মোড়ক উন্মোচিত হলো বিনোদ ঘোষালের লেখা নজরুল-জীবনী 'কে বাজায় বাঁশি' |
উদ্বোধনে উপস্থিত ছিলেন দেবাশীষ সেন, প্রদীপ ঘোষ, রামানুজ দাসগুপ্ত, দেবাশীষ বসু, অনুপ মতিলাল, মল্লার ঘোষ, সুস্মিতা গোস্বামী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, মধুমিতা বসু, বিনোদ ঘোষাল ছাড়াও ওপার বাংলা থেকে ফতেমা তুজ-জোহরা, বুলবুল মহলানবীশ, নাশিদ কামাল, কামরুল ইসলাম, একরাম আহমেদ, রেজাউল হোসেন টিটো, প্রমুখ দুই-বাংলার অগণিত বিশিষ্ট মানুষরা |
প্রথম দিনে শিল্পীরা ছিলেন গীতিকা গোষ্ঠী, সীমা ইসলাম, মুক্তধারা গোষ্ঠী, সুরঙ্গমা গোষ্ঠী, কথাশিল্পী গোষ্ঠী প্রমুখ | মেলাতে সঙ্গীত-কবিতাপাঠ-নৃত্যানুষ্ঠান ছাড়াও ছিলো চিত্র-প্রদর্শনী, সেমিনার ও সিডি-বইয়ের সম্ভার |
Tags:
সঙ্গীতাঙ্গন