0
http://sangbadsangjog.com/wp-content/uploads/2018/03/1520832296-450x237.jpg

 

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় আসছে নতুন ম্যাগাজিন ‘আনন্দসময়’। তথ্য ও বিনোদনমূলক ব্যাতিক্রমী এই অনুষ্ঠানের প্রতিপর্বে চট্টগ্রামের বিভিন্ন প্রসিদ্ধ স্থান ও সফল ব্যক্তিদের গল্প তুলে ধরা হবে। এছাড়া নাটিকার মাধ্যমে সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি দেশ বিদেশী গান, ছবি ও বইয়ের তথ্য থাকছে। ইশতিয়াক আহদের গ্রন্থনায় এই অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন ইভান সাইর।

অনুষ্ঠানের বিষয়ে প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, এই ম্যাগাজিনটি গতানুতিক ধারার বাইরে করা হয়েছে। স্টুডিও এবং বর্হিঃদৃশ্যে ধারণ করা এই অনুষ্ঠানে প্রতিটি অংশে রয়েছে নতুন নতুন চমক থাকছে। আশা করি এটি দর্শদের তথ্য ও বিনোদন দিতে সক্ষম হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে ৬ জুলাই শুক্রবার রাত ১০টার ইংরেজি পর প্রচারিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top