বৃষ্টি নিয়ে গান অনেক শ্রোতারই পছন্দ। আর সেই গান যদি ভিডিও আকারে তৈরি করেন কোনো নির্মাতা তাহলে তো আর কোনো কথাই নেই। বৃষ্টি নিয়ে সংগীতশিল্পী মোহাম্মদ শোয়েবের এমনই একটি গানে মডেল হয়েছেন চলচ্চিত্রের পরিচিত মুখ তমা মির্জা।
নতুন এই মিউজিক ভিডিও নিয়ে জানান, গত বছর গানটির শুটিং করেছি। তবে দীর্ঘ সময় পর ভিডিওটি প্রকাশ হলো। গানের শিরোনাম ‘তোমার আকাশ’ আমার সঙ্গে সৌমিক আহমেদ মডেল হিসেবে কাজ করেছেন। কাজটি করে বেশ ভালো লেগেছে আমার। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়াও পাচ্ছি।
গানটির ভিডিও গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে। রোমান্টিক গানটির প্রথম লাইনগুলো হলো ‘আমার আকাশ মেঘে ঢাকা, সব চাওয়ায় তোমায় রাখা, মন কি যে চায়, বেঁধে রাখা দায়, আজ বরষায়, মন ভিজে যায়, হায়’। ‘আমার আকাশ’ শিরোনামের গানটির কথাগুলো লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন অটামনাল মুন। ভিডিওটি পরিচালনা করেছেন রাজ চিন্ময়ী।
Tags:
বিনোদন