সরকারি অনুদানের পাশাপাশি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান প্রযোজিত প্রথম ছবি 'দেবী'। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান নিজেই। ঈদকে উপলক্ষ করে অনম বিশ্বাস পরিচালিত এই ছবির প্রথম গান শনিবার ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে গানটি। গানের শিরোনাম 'দোয়েল পাখি কন্যারে'।
প্রীতমের সুর ও সঙ্গীতয়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ।গানটির কথা লিখছেন রাকিব হাসান রাহুল।
পুরো গানের দৃশ্যে দেখা গেছে গ্রাম বাংলার বিয়ে বাড়ির গায়ে হলুদের নাচ গানের দৃশ্য। এতে অন্যরকম সৌন্দর্য্য ফুটে উঠেছে গানটিতে।একটি সুস্থ বিনোদন দর্শক পেতে যাচ্ছে আশা করা যায়। ইতোমধ্যেই গানটি সোস্যাল মিডিয়া মাধ্যমে আলোচিত হচ্ছে।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’। ‘দেবী’ হুমায়ূন আহমেদ সৃষ্ট অমর চরিত্র মিসির আলী সিরিজের উপন্যাস। ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া।
আসছে মাসের ৭ তারিখে মুক্তি পাবে ‘দেবী’।
Tags:
বিনোদন