একটি শহরের গল্প, যেখানে সব ধর্মের মানুষ বসবাস করে। জীবনের নানা বাঁক, অনুভূতি ফুটে উঠেছে। যা ভাবায়, আবেগে ভাসায়। তেমনই এক শহরের গল্পে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘নষ্ট আমি’।
এই শিরোনামের গানটি লিখেছেন মিজানুর রাফি। তানভীর তারেকের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন রুবেল। শিল্পী সিংগাপুর থেকে জানালেন, গেল জানুয়ারি মাসে গানটির ৩ দিন ব্যাপী শুটিং হয়। সম্প্রতি শেষ হয়েছে এর পোস্ট প্রোডাকশনের কাজ। গানটির ভিডিও আসছে ঈদে মুক্তি পাবে। শিগগিরই প্রকাশ হবে এর ট্রেলার।
রুবেল জানান, ভিডিওটি পরিচালনা করেছেন ‘পোড়ামন ২’ খ্যাত পরিচালক রায়হান রাফি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান এবং জেরি। আরো আছেন আনোয়ার হোসাইন, নেওয়াজ শুভ, সন্দীপ, তুহিন, জুবায়ের এবং আলামিন।
তানভীর তারেক বলেন, এ গানটি আমার যাবতীয় সমালোচকদের জন্য একটা কড়া জবাব । খুব জলদি আসছে ।
অসাধারন গেয়েছে রুবেল । আর রায়হান রাফীর ভিডিও নির্দেশনা লা জবাব । আগে
শুনুন । তার পর কথা হবে ।
কারন আমি আমার নিজের মোলিক কাজের ব্যাপারে চরম আত্মবিশ্বাসী ।
খুব শিগগিরই পৃথিবীতে আসছে আমার প্রিয় এই সন্তান ।
মিউজিক ভিডিওটি নিয়ে আশাবাদী গায়ক। তিনি বলেন, ‘একটু ব্যতিক্রমী গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করা হয়েছে। দর্শক-শ্রোতারা বিনোদিত হবেন গানটি শুনে ও দেখে এটাই প্রত্যাশা করছি।’
Tags:
সঙ্গীতাঙ্গন