
তরুণ গীতিকার ও সঙ্গীতশিল্পী এ.আর আরিক আবারো হাজির হয়েছেন 'চোখের পলক ' শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে। গানটির কথা যৌথভাবে লিখেছেন আরিক এবং মাহবুবুর রহমান। সুর করেছেন মাহবুবুর রহমান ও সঙ্গীতায়োজন করেন অরণ্য আকন ।
আরিক তারকানিউজকে জানান, এটি আমার খুব প্রিয় একটি কাজ,গানটি আমার বেশ ভাল লেগেছে আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে। রোমান্টিক ধাচের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করে সিডি চয়েস থেকেই।
তিনি আরো জানান, "ছোটবেলা থেকেই গান ভালবাসি আমি। মাঝে মাঝে গান লিখতাম আর মনের আনন্দে তা গাইতাম। আর সেই ভাল লাগা থেকেই সঙ্গীত জগতে আসা। আমার মা সবসময় আমার পাশে থেকেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন । সামনে এমন কিছু কাজ করে যেতে চাই যাতে আমার অনুপস্থিতেও শ্রোতারা আমাকে মনে রাখে। কয়েক দিন বাদেই গানটি সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানালেন আরিক ।
উল্লেখ্য, ২০১৬ সালের 'মন ময়না' শিরোনামে গান দিয়েই আরিকের যাত্রা শুরু হয়। আর এই গানটি শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও 'তোমার লাগিয়া' , 'প্রেম কাহিনী' সহ আরো বেশ কিছু গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি।
Tags:
সঙ্গীতাঙ্গন