নতুন বছরের প্রথম কাজ হিসেবে ইউটিউবে প্রকাশ হলো ইমরান মাহমুদুলের গানের ভিডিও ‘সন্ধ্যাতারা’। রোমান্টিকএই গানে প্রেমিক-প্রেমিকার চরিত্রে হাজির হয়েছেন টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নাদিয়া খানম নদী ও সুমিত।১৩ জানুয়ারি মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। অডিও গানটি লিখেছেন শরীফ আল দ্বীন, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন সামির উদ্দিন।
ইমরান বলেন, ‘নতুন বছরের প্রথম গান। চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। রোমান্টিক কথামালায় সাজানো গানটির ভিডিওটিও চমৎকার হয়েছে। সুন্দর একটি গল্প আছে। জনপ্রিয় দুজন মডেল। আশা করছি ভক্তরা গ্রহণ করবেন এই গান ও ভিডিও।’
এদিকে আসছে ১৭ জানুয়ারি প্রকাশ পেতে যাচ্ছে ইমরানের আরও একটি নতুন গান। ‘মেঘেরই খামে’ শিরোনামে গানটিতে ইমরানের সঙ্গে বিশেষ চমক হিসেবে থাকছেন আতিয়া আনিসা।
‘সন্ধ্যাতারা’র ইউটিউব লিংক:
Tags:
সঙ্গীতাঙ্গন