বছরের শুরুতেই নতুন একটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী মাসুম রেজা।
"মারহাবা" শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই এবং গানের সঙ্গীতায়োজন করেছেন এস রাহুল।
গানটির কথা.....
"দেখলে তোমার রুপের ঝলক,পরে না চোখের পলক "আমার ভিতর আমি নাই এক নিমিষেই"
এ বিষয়ে শিল্পী মাসুম রেজা জানায়,গানটির অডিও এর কাজ শেষ ,মিউজিক ভিডিওর কাজ চলছে।
ভিডিওর কাজ শেষ হলেই গানটি স্বনাম ধন্য একটি ইউটিউব চ্যানেলে রিলিজ
দেওয়া হবে।
উল্লেখ্যঃ এর আগেও শিল্পী মাসুম রেজা ও অথৈ মিম এর গাওয়া "মনের জমা কথা" প্রকাশ প্রায় যা শ্রোতা মনে বেশ আলোড়ন সৃষ্টি করে।
Tags:
সঙ্গীতাঙ্গন