সম্প্রতি বেশ কিছু নাটকের কাজ শেষ করে দেশে ফিরলেন জনপ্ৰিয় মডেল ও অভিনেত্রী জারা । নাটকের শুটিংএর জন্যে নেপালে ভ্রমণ করেছেন তিনি ।
এ বিষয়ে তিনি জানান, নাটকের কাজে এসেছি নেপালে। এরমধ্যে রাকেশ বসুর ‘তুলকালাম কাণ্ড’, পৃথুরাজের ‘ফেরারী দিনগুলো’ এবং ‘মিসটেক’ নামে দুটি খণ্ড নাটকের শুটিং শেষ করলাম। এ নাটকগুলোতে আমার বিপরীতে নাঈম, সুজাত শিমুল এবং আ খ ম হাসান ভাই অভিনয় করেছেন। আশা করি নাটক গুলো দর্শকদের বিনোদন দিবে।
উল্লেখ্যঃ কাজী জারা মডেল হিসেবে বেশকিছু কাজ করেছেন। এ ছাড়া নাদিয়া আফরিনের পরিচালনায় ‘কবুল’, ‘মোলেস্ট’, জাবিরের ‘সৃজনশীল ভালোবাসা’সহ অরুণ চৌধুরীর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করে প্রশংসা পান।
Tags:
শুটিং স্পট