উপস্থাপনায় মীরের সঙ্গে জয়

ভারতের জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফসার আলী। এবার তাঁর সঙ্গে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার’ অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। ২১ অক্টোবর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে হবে এই জমকালো আয়োজন। হাজির হবেন দুই দেশের অন্তত দুই শতাধিক তারকা। শুক্রবার কলকাতার একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে আনোয়ারা ও পশ্চিমবঙ্গ থেকে রঞ্জিত মল্লিক পাবেন আজীবন সম্মাননা। 

এ ছাড়া পুরস্কারের জন্য মনোনীতদের তালিকাও প্রকাশ করা হয়। পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল—এই তিন ক্যাটাগরিতে মোট ২৪টি বিভাগে দুই দেশের শিল্পী-কলাকুশলীদের পুরস্কৃত করা হবে। ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো থেকে বিজয়ী বাছাই করা হবে। জয় বলেন, ‘অনেক বড় একটি অনুষ্ঠান। মীরের সঙ্গে একই মঞ্চে উপস্থাপনা করব। দারুণ একটি সময় কাটবে। আজ থেকে রিহার্সাল শুরু হবে।’ ভারতের জি বাংলা ও বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজনটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও গানবাংলা টেলিভিশন। ইভেন্ট পার্টনার ওয়ান মোর জিরো। এর মধ্যে যুক্ত হয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস।

নবীনতর পূর্বতন