এবার অনন্য মামুনের সিনেমার জুটি রোশান-পূজা


তরুণ চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। এর নাম ঠিক করা হয়েছে ‘সাইকো’। এখানে জুটি বাঁধছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান ও ‘পোড়ামন ২’ ছবি খ্যাত নায়িকা পূজা চেরি।
অনন্য মামুন আজ রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি রোশান-পূজা ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা এ ছবির জন্য ফটোশুটেও অংশ নিয়েছেন।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা মামুন বলেন, ‘সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। এখানে তারুণ্য, ভিন্ন ভাবনায় প্রেমের উপস্থাপন ও কিছু বার্তা থাকবে।’
তিনি আরও বলেন, ‘এর আগে রোশানকে নিয়ে আমি কাজ করেছি। ‘মেকআপ’ ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে। আবারও আমরা এক হয়েছি নতুন সিনেমার জন্য। এবার আমাদের টিমে নায়িকা হিসেবে যুক্ত হলেন পূজা। প্রত্যাশা করি দর্শককে একটি ভালো মানের চলচ্চিত্র উপহার দিতে পারবো আমরা।’

অনন্য মামুন জানান, আসছে বছরের ১০ জানুয়ারি থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটিতে রোশান-পূজার পাশাপাশি অভিনেতা তাসকিন রহমানকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘সাইকো’ সিনেমাটি প্রযোজনা করছে আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশন।
নবীনতর পূর্বতন