
বলিউড তারকা রণবীর সিং ও অভিনেত্রী সারা অর্জুন। ছবি- সংগৃহীত
৪০তম জন্মদিনে নতুন ছবি ধুরন্ধর-এর প্রথম পোস্টার প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড তারকা রণবীর সিং। তবে অভিনন্দন ও প্রশংসার পাশাপাশি এবার সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন এই তারকা। কারণ, ছবিতে রণবীরের বিপরীতে আছেন মাত্র ২০ বছর বয়সি অভিনেত্রী সারা অর্জুন—যিনি রণবীরের চেয়ে প্রায় দুই দশক ছোট।
পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেন, সালমান খানের পথেই হাঁটলেন রণবীর। কেউ কেউ বলেন, “এই প্রবণতা এখন বলিউডে নিত্যদিনের নায়করা বেছে নিচ্ছেন তাদের মেয়ের বয়সি নায়িকাদের।
এর আগে, সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানার সঙ্গে এবং আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়া ডি’সুজার সঙ্গে পর্দায় রোমান্স করে একইভাবে বিতর্কের জন্ম দেন।
Tags:
বলিউড