দর্শকের ভালোবাসা পাচ্ছে নাটক "চুপকথা"

 


সম্প্রতি সিএমভিআর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বেশ আলোচিত নাটক "চুপকথা" যেখানে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা  এছাড়াও আরো অভিনয় করেছেন তামান্না হক বন্যা,সাবেরি আলম,রফিকুল কাদেরী রুবেল সহ আরো অনেকে।

মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা সিক্ত এই নাটকটি। সব মহলের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন নাটকের কলাকুশলী।

এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর নাটকে ফিরছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।  নাটকটির গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী, চিত্রনাট্য ও সংলাপ রচনায় ছিলেন উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফি করেছেন হৃদয় সরকার। ‘চুপকথা’য় দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের প্রেম, সম্পর্ক ও সমাজবোধের গল্প—যার সূচনা হয় একটি কুমিরের খামারে!



নির্মাতা উজ্জ্বল বলেন, “এবারই প্রথম অন্য কারও গল্পে কাজ করেছি। গল্পটা আমাকে নাড়া দিয়েছে। নাটকে ফিরতে পেরে ভালো লাগছে। সিনেমা বানাতে অনেক সময় লাগে, তাতে নাটকের দর্শকদের জন্য কিছু করা হয়ে ওঠে না। এবার সেই শূন্যতা পূরণ করতে চেয়েছি।”

শ্রীমঙ্গল, জাফলং, গাজীপুর ও ঢাকায় শুটিং করা নাটকটি প্রসঙ্গে তিনি আরও বলেন, “শুটিং করতে গিয়ে মনে হয়েছে যেন একটা সিনেমাই বানিয়ে ফেললাম।”

প্রসঙ্গত, ২০১৭ সালে উজ্জ্বল সর্বশেষ নাটক নির্মাণ করেছিলেন‘দাস কেবিন’, যা প্রচার হয়েছিল ঈদের রাতে। এরপর ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’ নামে দুটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

নবীনতর পূর্বতন