ইন্টারনেটে এখন প্রশংসার বন্যা প্রভাসের

 


ইন্টারনেটে এখন প্রশংসার বন্যা — কারণ প্যান-ইন্ডিয়া তারকা প্রভাস এগিয়ে এসেছেন বর্ষীয়ান টলিউড কমেডিয়ান Fish Venkat-এর জীবন রক্ষার জন্য। কিডনির সমস্যায় জর্জরিত এই অভিনেতার চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন প্রভাস। 🙏

 

🏥 Fish Venkat-এর অবস্থা: সংকটজনক কিন্তু আশাব্যঞ্জক

• Aadi, Gabbar Singh, DJ Tillu-সহ বহু ছবিতে অভিনয় করেছেন তিনি

• গত ৯ মাস ধরে ডায়ালিসিসে রয়েছেন

• সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে

• ডাক্তারদের পরামর্শ অনুযায়ী জরুরি কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন, খরচ ৫০ লক্ষ টাকারও বেশি

💔 পরিবারের করুণ আবেদন

• মেয়ে Sravanthi সর্বসমক্ষে আর্থিক সাহায্যের আবেদন করেন

• ভাইয়ের ব্লাড গ্রুপ মিললেও, শারীরিক জটিলতায় তিনি দাতা হতে পারবেন না  

• "আমরা সাহায্য চাই — বাবাকে বাঁচানো সম্ভব," বলেন চোখের জলে

🙏 এগিয়ে এলেন প্রভাস: বাস্তব জীবনের নায়ক

• খবর পেয়ে প্রভাসের টিম সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে

• সহযোগী জানান:

“ডোনার জোগাড় করুন — চিকিৎসা ও সার্জারির সব খরচ আমরা দেব।”

• Sravanthi নিজেই এই খবরে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রভাসকে “অফ-স্ক্রিন ত্রাতা” বলেন

🌟 ইন্ডাস্ট্রি ও ভক্তদের শ্রদ্ধা

• সোশ্যাল মিডিয়া ও টলিউড মহলে প্রশংসার ঝড়

• Baahubali তারকা প্রভাস আগেও নিরবে বহু টেকনিশিয়ান ও কর্মীর পাশে দাঁড়িয়েছেন

• এই মানবিকতা প্রমাণ করে কেন তিনি “Darling of the Masses”

💉 জরুরি কিডনি ডোনারের প্রয়োজন

• Fish Venkat-এর পরিবার এখনও একজন উপযুক্ত ডোনারের খোঁজে

• তারা উন্মুক্ত আবেদন জানিয়েছেন — যদি কারো ব্লাড গ্রুপ মেলে, সাহায্য করুন

 

🎯 শেষ কথা

প্রভাস শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও তিনি একজন মানবিক যোদ্ধা। Fish Venkat-এর এই কঠিন সময়ে তাঁর সাহায্য কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। তারকা হওয়া শুধু গ্ল্যামার নয় — সহানুভূতির মাধ্যমেও বিশ্বজয় সম্ভব। 🌟

#Prabhas #FishVenkat #TollywoodSupport #KidneyTransplant #PrabhasCharity #RealLifeHero #BaahubaliStar #FishVenkatHealth #SravanthiAppeal #TeluguCinema #RebelStarSupport #TollywoodNews #SaveFishVenkat #HumanityFirst


সূত্র: 1ls bong

নবীনতর পূর্বতন