ওয়েব ফিল্ম নিয়ে আসছেন তনু পান্ডে



ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় খলনায়ক তনু পান্ডে।  নতুন বেশ কিছু ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন বাংলা সিনেমার এই কিংবদন্তি ভিলেন।  বেশ কিছু দিন আগে রিভেঞ্জ নামের  একটি ওয়েব ফিল্ম এর শুভ মহরত অনুষ্ঠিত হয়ছে, যেখানে বাংলা সিনেমার নাম করা বহু গুনী ভিলেন ও অভিনেতা উপস্থিত ছিলেন। 




এই ওয়েব ফিল্মটি পরিচালনা ও প্রযোজনা করেছেন তনু পান্ডে নিজেই। জানা যায় ১১ এ জুলাই এটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।




এছাড়াও,  আরো একটি ওয়েব ফিল্ম" এর পাঁচ ভিলেনের এক ভিলেন, নিরাঞ্জন পাশা, যেটার শুটিং চলছে এবং শীগ্রই তার ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে। 



উল্লেখ্য যে, ১৯৯৪ সনে ওস্তাদ রুবেলের হাত ধরে কারাত জগতে পা রেখেছিলেন খল অভিনেতা তনু পান্ডে এবং রুবেলের হাত ধরেই তার চলচিত্রে আসা।২০২০ সনে তিনি সেল্ফ কন্ফিডেন্স কারাতে একাডেমি নামে একটি ক্লাবও প্রতিষ্ঠা করেন তিনি।কারাতে অধ্যাপনার পাশাপাশি তিনি অভিনেতা হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তার উল্লেখ্য যোগ্য সিনেমার মধ্যে বদিউল আলম খোকনের আগুন,ডিপজলের প্রযোজনায় অমানুষ হলো মানুষ,এদেশ তোমার আমার,সৌভাগ্য,বাংলার হারকিউলিস ইত্যাদি।

তনু পান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল :-

https://m.youtube.com/@tanupandey7292#bottom-sheet

নবীনতর পূর্বতন